আন্তর্জাতিক ডেস্ক: স্কুলেরই অঙ্কের শিক্ষিকার সঙ্গে যৌন সম্পর্কের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার জেরে আত্মঘাতী হলেন অধ্যক্ষ। ছাত্ররাই স্কুলের অধ্যক্ষ ড্রাগো কামেনিক ও অঙ্কের শিক্ষিকার অন্তরঙ্গ মূহূর্তের দৃশ্য ক্যামেরাবন্দী করেছিলেন বলে অভিযোগ। ৪১ বছরের অধ্যক্ষ ও ৪৫ বছরের শিক্ষিকার ওই ভিডিও পরে ছাত্ররা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করে দেয়। সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে।
জানা গেছে, প্রধান শিক্ষক প্রথমে ওই দৃশ্য ক্যামেরাবন্দী করার জন্য ছাত্রদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। পরে তিনি দাবি করেন, ওই ভিডিও জাল। কিন্তু শেষপর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন কামেনিক। তিনি বিবাহিত ও দুটি সন্তানের পিতা। অন্যদিকে, ঘটনার জেরে অসুস্থতাজনিত ছুটি নিয়েছেন অঙ্কের শিক্ষিকা। পুরো ঘটনা সম্পর্কে তাঁর কোন প্রতিক্রিয়া জানা যায়নি।