ঢাকা: সহিংসতা বন্ধ ও প্রধান দুই জোটের মধ্যে রাজনৈতিক সমঝোতার দাবিতে দলের নেতাকর্মীদের নিয়ে প্রতীকী গণঅনশনে বসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় রাজধানীর কাকরাইল দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনশনে বসেন তিনি। আজ বিকাল ৪টা পর্যন্ত এ গণঅনশন চলবে বলে জানিয়েছেন দলটির নেতারা। গণঅনশনে আরও উপস্থিত রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয়পার্টির নেতাকর্মীরা।