ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স ও মাস্টার্স পর্যায়ে কলেজগুলোকে অবিলম্বে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অধীনে নিয়ে অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার নীতিগত মতামত ব্যক্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি।
এ লক্ষ্যে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মহব্বত খানকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটি অধিভূক্ত মাস্টার্স ও অনার্স কলেজগুলোকে কিভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অধীন নেয়া, অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন এবং মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সুপারিশ করবে।
রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের নিয়ে এক মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়।