Home শিক্ষা অনার্স শেষ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ

অনার্স শেষ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ

800
0

Logo nu 01

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল মঙ্গলবার বিকালে প্রকাশ করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বেলা ৩টায় অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে ফল জানা যাবে।
পরীক্ষায় ২৭টি অনার্স বিষয়ে সারাদেশে ২০৫টি কলেজের এক লাখ ৩০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল মোট ১৪০টি।
প্রকাশিত ফলাফল www.nu.edu.bd এবং www.nubd.info ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া যে কোনো মোবাইল থেকে এসএমএস করেও ফলাফল জানা যাবে। মোবাইল থেকে ফল জানতে ম্যাসেজ অপশনে গিয়ে nu লিখে স্পেস দিয়ে h4 লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
গত ১১ নভেম্বর অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার লিখিত এবং ২৪ ডিসেম্বর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ হয়। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর দুই মাসের মাথায় পোস্টাল সার্ভিসেসের পরিবর্তে আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে নতুন ব্যবস্থাপনায় এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Previous articleমাস্টারপ্ল্যান নিয়ে এগুবে আইসিটি মন্ত্রণালয়: পলক
Next articleরিয়াজ রহমানের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের নিন্দা, শাস্তি দাবি