ঢাকা: বিএনপির ডাকা লাগাতার অবরোধ ঠেকাতে সারাদেশে আওয়ামী লীগ শান্তিপূর্ণ অবস্থান করবে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার রাত আটটার দিকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলের এক জরুরি সভা শেষে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা জনগণের স্বার্থে এবং তাদের জানমালের নিরাপত্তায় সারাদেশে শান্তিপূর্ণ অবস্থান করবো। খালেদা জিয়া কতদিন অবরুদ্ধ থাকবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যতদিন খালেদা জিয়ার নিরাপত্তা প্রয়োজন ততদিন পুলিশ প্রহরা অব্যাহত থাকবে।
তিনি দু’বারের প্রধানমন্ত্রী, তাই তার নিরাপত্তার ব্যাপার চিন্তা করেই এমন ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।