বলিউডের আকর্ষণীয় অভিনেত্রী এবং রণবীর কাপুরের প্রেমিকা ক্যাটরিনা কাইফকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুরো বলিউড কাল সরগরম ছিল। অবশেষে দেখা মিলল ‘ব্যাং ব্যাং’ খ্যাত এই অভিনেত্রীর। প্রকৃতপক্ষে এই অভিনেত্রী কখনোই হারিয়ে যাননি, তিনি সবকিছু থেকে নিজেকে একটু আড়াল করে নিয়েছিলেন মাত্র।
ক্যাটরিনা কাইফের দেখা মিলল মুম্বাইয়ের ফেমিনা উইমেন অ্যাওয়ার্ড ২০১৫ ইভেন্টটিতে। ফেমিনা উইমেন অ্যাওয়ার্ড ২০১৫ ইভেন্টটিতে যোগ দেন সোনম কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চনসহ আরও অনেকে।
উল্লেখ্য, ক্যাটরিনাকে তার মোবাইল ফোনে পাওয়া যাচ্ছিল না। আবার কোথা থেকে টুইটারে কথা ওঠে এই অভিনেত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নিয়ে উদ্বিগ্নতার সঙ্গে কাটায় ক্যাটের ভক্তরা। তবে ক্যাট যে বহাল তবিয়তেই আছেন তা তো বোঝাই যাচ্ছে। কেউ কেউ অবশ্য এও বলছেন প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে নিশ্চয়ই তার কোন ঝগড়া হয়েছিল, যার কারণে তার এই আকস্মিক গা ঢাকা দেয়া।
তবে কারণ যাই হোক না কেন, ক্যাটরিনা যে ভালো আছেন, তাই নিয়েই ক্যাট ভক্তরা আপাতত স্বস্তিতে রয়েছেন।