ঢাকা: হামজা ব্রিগেডকে আর্থিক সহযোগিতা দেয়ার অভিযোগে আটক সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে নিয়ে এটর্নি জেনালের মাহবুবে আলমের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন। বলেছেন, কারও বিরুদ্ধে অভিযোগ আসার সঙ্গে সঙ্গে তাকে দোষী সাব্যস্ত করা দুঃখজনক।
বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকের তিনি এ মন্তব্য করেন।মাহবুবে আলম বলেছিলেন, আমাদের এই সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী গ্রেপ্তার হয়েছেন। হামজা ব্রিগেড নামে একটি নতুন দল হয়েছে, তাদের অর্থায়নের ব্যাপারে তিনজনকে হাতেনাতে ধরা হয়েছে। এই যদি হয় আজকে অবস্থা এই মৌলবাদীর সঙ্গে আইনজীবীদের যুক্ত হওয়ার প্রবণতা দেখা হয়, বিষয়টি নিশ্চয়ই তদন্তাধীন আছে। এ ব্যাপারে চূড়ান্ত কথা বলায় সময় এখন নাই। কারণ, আইনজীবী হিসেবে আমি সেই কথাটা বলবোও না। এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ আসার সঙ্গে সঙ্গে তাকে দোষী সাব্যস্ত করা দুঃখজনক। তবে বিচারে তিন আইনজীবীর বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে আমরা তাদেরকে সমর্থন করবো না। মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’কে আর্থিক সহযোগিতা দেয়ার অভিযোগে বিএনপি দলীয় সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়েসহ তিন আইনজীবীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা (৩৯), অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন (৩০) এবং অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপন (২৫)। এর মধ্যে শাকিলা ফারজানা ও লিটন সুপ্রিম কোর্টের আইনজীবী।