Home ফিচার অমিত শাহ’র সঙ্গে ফোনালাপ হয়নি, দাবি হানিফের

অমিত শাহ’র সঙ্গে ফোনালাপ হয়নি, দাবি হানিফের

454
0

Hanif 01
ঢাকা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মধ্যে কোন ফোনালাপ হয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। আজ সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
হানিফ বলেন, বিএনপি এ বিষয়ে মিথ্যাচার করছে। তারা মিথ্যাচার ও ষড়যন্ত্রে বিশ্বাস করে। অমিত শাহের সঙ্গে খালেদা জিয়ার কোন ফোনালাপ হয়নি। আমরা বিএনপির এ দাবির তীব্র নিন্দা জানাচ্ছি। সংবাদ সম্মেলনে দলের প্রচার ও প্রকশানা সম্পাদক ড. হাছান মাহমুদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Previous articleহামলা মামলা উপেক্ষা করে গণআন্দোলন অব্যাহত রাখুন: জামায়াত
Next articleঅমিত শাহ নিজেই টেলিফোনে খালেদার সঙ্গে কথা বলেছেন: বিএনপি