ঢাকা: রাজধানীর গুলিস্তানে বাসে প্রেট্রোল বোমা হামলার ঘটনায় পুলিশের দায়ের করা একটি মামলায় হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি নিজামুল হক ও বিচারপতি একেএম জহিরুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদীন নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। আসামি পক্ষের অন্য আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি রাজধানীর গুলিস্তানে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরের দিন পুলিশ বাদী হয়ে ১৯৭৪ সালের (১৫)৩ বিশেষ ক্ষমতা আইনে পল্টন থানায় একটি মামলা দাযের করে। মামলায় আসামিদের ওই ঘটনায় সহযোগিতা, উসকানি ও নাশকতার অভিযোগ আনা হয়।