Home জাতীয় আইএইএ সম্মেলনে যোগ দিতে অস্ট্রিয়ার পথে প্রধানমন্ত্রী

আইএইএ সম্মেলনে যোগ দিতে অস্ট্রিয়ার পথে প্রধানমন্ত্রী

509
0
আর্ন্তজাতিক আনবিক শক্তি সংস্থার টেকনিকেল সহযোগিতা বিষয়ক একটি আর্ন্তজাতিক সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে অস্ট্রিয়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার সকাল ৯টা ১০ মিনিটে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের বিজি-১০১১ ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার ভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। স্থানীয় সময় বিকাল আড়াইটায় সেখানে পৌঁছার কথা রয়েছে।
৩০ মে ‘আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার টেকনিকেল সহযোগিতা কর্মসূচি : ৬০ বছর পেরিয়ে উন্নয়নে আবদান’ শীর্ষক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সফরকালে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ান ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কের্ন এবং অস্ট্রিয়ান ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গে বৈঠক করবেন।
আইএইএ মহাপরিচালক ইয়োকিয়া আমানোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বাংলাদেশি কমিউনিটির এক ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী ৩১ মে সকালে দেশে ফিরবেন বলে জানা গেছে
Previous articleনির্বাচনের পরিবেশ তৈরিতে মামলা প্রত্যাহার চান ফখরুল
Next articleচট্টগ্রাম ও কক্সবাজারে ৭ নম্বর বিপদ সংকেত