আইএস প্রতিষ্ঠার মাধ্যমেই জঙ্গিবাদের পুনরুত্থান ঘটে

0
457

 

ঢাকা: বাংলাদেশে জঙ্গি সংগঠনগুলো প্রায় নির্মূল হয়ে পড়েছিল। কিন্তু আইএস প্রতিষ্ঠার পর সারাবিশ্বে জঙ্গিবাদের পুনরুত্থান ঘটে। এর ফলে ২০১৫ থেকে বাংলাদেশেও গুটিকয় জঙ্গি সংগঠন সক্রিয় হয়ে ওঠে। বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে জঙ্গিবাদবিরোধী করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এ সভার উদ্বোধন করেন।

মনিরুল ইসলাম বলেন, গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল না। আমাদের কাছে তথ্য ছিলো হামলা হবে, কিন্তু কোথায় হামলা হবে এ ধরনের কোনো তথ্য ছিলো না। মতবিনিময় সভাটির আয়োজন করে ডিএমপি এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) ।