Home জাতীয় আইনশৃঙ্খলা বাহিনীর চাঁদাবাজি: কঠোর ব্যবস্থার নির্দেশ

আইনশৃঙ্খলা বাহিনীর চাঁদাবাজি: কঠোর ব্যবস্থার নির্দেশ

602
0

Amu 02
ঢাকা: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য চাঁদাবাজি বা কোনো অন্যায় কাজে লিপ্ত থাকলে তাদের কঠোর হস্তে দমন করার নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির প্রধান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলার অবনিত যাতে না হয়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষায় নিরপেক্ষভাবে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।’
সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের চাঁদাবাজি ধরা পড়ার পরে এ নির্দেশনা দিল কমিটি।

Previous articleবিএনপিকে নিশ্চিহ্ন করার স্বপ্ন কোনদিনই পূরণ হবে না: মির্জা ফখরুল
Next articleহাসিনার অবৈধ প্রধানমন্ত্রিত্বের স্বাদও মিটে যাবে: তারেক