Home জাতীয় আইনি প্রক্রিয়ায় সালাহউদ্দিনকে দেশে আনা হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আইনি প্রক্রিয়ায় সালাহউদ্দিনকে দেশে আনা হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

517
0

Asaduzzaman 02
ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের বিষয়ে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির কোনো খবর জানা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজামান খান কামাল। তবে তাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বারিধারা, নিকেতন ও গুলশান এলাকা নজরদারির জন্য সিসি ক্যামেরার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ইন্টারপোলের মাধ্যমে নোটিশ জারি হয়েছে কি না সেটা এ মুহূর্তে আমি বলতে পারব না। কারণ এই জিনিসটা আমার নজরে এখনো আসেনি।
কামাল বলেন, তিনি যদি অবৈধভাবে ওই দেশে (ভারতে) গিয়ে থাকেন, তাহলে সেই দেশের আইন অনুযায়ী একটা প্রক্রিয়া হতে পারে। আমি জানি না, সেই দেশ এটা কীভাবে নেবে। সেই প্রক্রিয়া শেষ করে পরে আমরা কীভাবে রিসিভ করব, সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটা শেষ করব।

Previous articleঅভিবাসী সঙ্কটের জন্য মিয়ানমার দায়ী: এইচআরডব্লিউ
Next articleজিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫১