Home জাতীয় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা সমাপ্ত

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা সমাপ্ত

455
0

Iztema
স্টাফ রিপোর্টার: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার শেষ পর্ব। মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সা’দ। মোনাজাতে অংশ নিতে গতরাত থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মানুষ ছুটে আসেন টঙ্গীর তুরাগ তীরে। পরকালের নাজাতের পথ সুগম করতে আগতদের অনেকেই নির্ঘুম রাত কাটান ময়দানে।
শনিবার ভোরে ইজতেমা ময়দানসহ আশেপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় সমাগত মুসুল্লীরা কিছুটা ভোগান্তিতে পড়েন। মুসুল্লিরা জানিয়েছেন, বৃষ্টির কারণে সামান্য কষ্ট হলেও ইজতেমায় ঈমান, আখলাক ও দ্বীনের বিভিন্ন বয়ান শুনে দিন কেটেছে তাদের।
ইজতেমা উপলক্ষে স্থাপিত মেডিক্যাল ক্যাম্পের কর্তব্যরত চিকিৎসক মো: নূরুদ্দিন জানান, ইজতেমায় পানি, বিদ্যুৎসহ সকল সুযোগ সুবিধা আগের চেয়ে বাড়ানো হয়েছে। একারণে মুসুল্লীদের তেমন সমস্যা না হলেও ডায়রিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন অনেক মুসুল্লী। শনিবার প্রায় ১৪শ’ মুসুল্লী র্যাাব-এর ফ্রি মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন।
শনিবার বাদ আছর বিশ্ব ইজতেমায় যৌতুক বিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। তাবলিগের রেওয়াজ অনুযায়ি ইজতেমার দ্বিতীয় দিন বাদ আছর বয়ান মঞ্চের পাশে বসে যৌতুকবিহীন বিয়ের আসর। এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফায় শনিবার বাদ আসর প্রায় শতাধিক যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। আর প্রথম পর্বে ১২১টি যৌতুক বিহীন বিয়ে হয়েছিল।

Previous articleবাংলাদেশে নতুন নির্বাচনের আহ্বান স্টুয়ার্ট স্টিভেন্সের
Next articleখালেদা জিয়াকে কার্যালয় থেকে বের করে দেয়ার দাবি