Home রাজনীতি আগস্ট মাসকে ঘিরেই ষড়যন্ত্র হয়: মতিয়া চৌধুরী

আগস্ট মাসকে ঘিরেই ষড়যন্ত্র হয়: মতিয়া চৌধুরী

777
0

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আগস্ট মাসকে ঘিরেই ষড়যন্ত্র হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে মহানগর নাট্যমঞ্চের কাজী বশির উদ্দিন মিলনায়তনে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রোহিঙ্গা ইস্যুতে কোন কথা না বলায় ড. কামাল হোসেনের সমালোচনা করে কৃষিমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে তার মুখ দিয়ে কোন কথা বের হয় না, এখন উনি গর্ত থেকে মুখ বের করেছেন।’ এসময় তিনি সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহারও সমালোচনা করেন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনার নেতৃত্বে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে অলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ বক্তব্য রাখেন।
Previous articleবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Next articleসর্বক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করতে হবে: পুলিশ সুপার