Home ফটো গ্যালারী আগামীর নির্মাতার খোঁজে

আগামীর নির্মাতার খোঁজে

604
0

আপনার মনে যদি কোনো গল্প থাকে আর যদি থাকে সেই গল্পে ছবি নির্মাণের স্বপ্ন, তাহলে আপনার সঙ্গে আছে মেরিল–প্রথম আলো ফেইম ফ্যাক্টরি। মেরিল–প্রথম আলোর যৌথ উদ্যোগে তরুণ নির্মাতাদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতার নাম ‘আগামীর নির্মাতা’।
৪০ বছরের নিচে যেকোনো বাংলাদেশি নাগরিক টেলিভিশন, ইউটিউব, ফেসবুকসহ যেকোনো মাধ্যমের জন্য ফিকশন কিংবা নন–ফিকশন ভিডিও কনটেন্ট তৈরি করেছেন, তাঁরা এ প্রতিযোগিতায় আবেদন করতে পারবেন।

Previous article‘অবৈধ’ ট্রাক পার্কিং থেকে মুক্তি পাচ্ছে নগরবাসী
Next articleজগন্নাথপুরে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত