ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বিশেষ আদালতের পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পুরান ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতে হাজিরা দেবেন তিনি। রোববার সকাল ১০টা ১০ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশে রওনা হন। ১১টা ০৫ মিনিটে তিনি আদালতে প্রবেশ করেন। এ মামলা দুটি তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায়ের আদালতে সাক্ষীর জন্য আজ দিন ধার্য রয়েছে।