ঢাকা: ফেসবুক বন্ধুদের ধন্যবাদ জানাতে এবার আর কষ্ট করতে হবে না ফেসবুক ব্যবহারকারীদের। কারণ প্রিয়জনকে ধন্যবাদ জানাতে নতুন অ্যাপ এনেছে ফেসবুক। ফেসবুকের লুকব্যাক কায়দায় আনা হয়েছে এই নতুন অ্যাপ। অ্যাপটির নাম থ্যাঙ্কস অ্যাপ।
ফেসবুকে আপনি যাকে ধন্যবাদ পাঠাতে চান তাকে বেছে নিতে হবে। এরপর বাকি কাজ করে দেবে এই অ্যাপই। আপনি যাকে ধন্যবাদ পাঠাতে চান তার কাছে এই অ্যাপ পৌঁছে দেবে একটি ভিডিও কার্ড। পাঠাবার আগে অবশ্য আপনাকে তার একটি প্রিভিই ভিডিও দেখান হবে। আপনি সন্তুষ্ট হওয়ার পর ক্লিক করলে তবেই এই ভিডিওটি যাবে আপনার বন্ধুর কাছে। ভিডিও কার্ড পাঠাবার পাশাপাশি পছন্দমতো থিমও জুড়ে দিতে পারবেন আপনি। এছাড়া আপনি ও আপনার বন্ধুর ছবিও দিতে পারেন এই কার্ডে। কিন্তু যাকে ধন্যবাদ পাঠাতে চান সেই ব্যক্তিকে অবশ্যই আপনার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে।