আবারো চলন্ত গাড়িতে কিশোরীকে গণধর্ষণ

0
484

Dhorshon car
ডেস্ক রিপোর্ট: আবারো গণধর্ষণের শিকার ভারতের কিশোরী। চলন্ত গাড়িতে এক কিশোরীকে গণধর্ষণ করল চার যুবক৷ বেরেলির ফরিদপুর শহরে এই ঘটনা ঘটে৷ পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ওই কিশোরী স্কুল থেকে ফিরছিল৷ সেসময় চার যুবক তাকে অপহরণ করে ও ফের ধর্ষণ করে৷ এরপরে তারা কিশোরীকে হুমকি দেয়, ঘটনার কথা কাউকে জানালে তারা কিশোরীকে খুন করবে৷
বাড়ি ফিরে পরিবারকে সমস্ত ঘটনা জানালে থানায় চার অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার৷ কিশোরীর মেডিকেল টেস্ট করা হলে তাকে ধর্ষণের কথা প্রমাণ হয়৷ চার অভিযুক্তের মধ্যে দুইজনকে গ্রেফতার করে পুলিশ৷ তাদের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে৷
যদিও এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়দের একাংশ বিক্ষোভ দেখায়৷ তাদের অভিযোগ, পুলিশ অনেক দেরিতে অভিযোগ দায়ের করেছে৷
পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু করেছে উচ্চপদস্থ আধিকারিকরা৷ বাকি দুই অভিযুক্তকেও শীঘ্রই গ্রেফতার করা হবে৷