Home অর্থনীতি আমরা শেয়ার বাজারকে মানুষ করেছি: অর্থমন্ত্রী

আমরা শেয়ার বাজারকে মানুষ করেছি: অর্থমন্ত্রী

496
0

ঢাকা: আমরা শেয়ার বাজারকে মানুষ করেছি উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এ জন্য পাঁচ বছর সময় লেগেছে। তিনি আরও বলেন,  দেশের শেয়ারবাজার একটা ফাটকাবাজার ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সংস্কার কার্যক্রমের ফলে এতদিনে এটা মানুষ হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আর্থিক খাতের দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন অর্থমন্ত্রী।

এ সময় গ্রামীণ ব্যাংক নিয়েও কথা বলেন মুহিত। অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক একটি ভালো ব্যাংক। এর সিস্টেমও খুব উন্নত। ড. ইউনূসের উচিত ছিল, গ্রামীণ ব্যাংককে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া; কিন্তু তিনি তা করেননি। বরং নিজেই গ্রামীণ ব্যাংক হয়ে গেলেন।

শেয়ারবাজার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, কয়েক বছর আগেও পুঁজি বাজারে ফাটকাবাজি চলত। ২০১০ সালের শেষের দিকে যখন শেয়ারবাজারে বড় ধরনের ভূমিকম্প শুরু হয়, তারপর থেকে সংস্কার করা হয়। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এই সময় অনেক সংস্কার কাজ করেছে। এসব ইতিবাচক পদক্ষেপের ফলে শেয়ারবাজার এখন বিনিয়োগবান্ধব হয়েছে। আর ফাটকা থেকে এ বাজারকে মানুষ করতে পুরোপুরি পাঁচ বছর সময় লেগেছে।
অর্থমন্ত্রী আরও বলেন, শেয়ারবাজারে এখন আর কারও একক নিয়ন্ত্রণ নেই। সংস্কারের ফলে বাজারে বিনিয়োগের পরিবেশ ফিরে এসেছে।

Previous articleনিউ ইয়র্কে আবদুল গাফফারের অনুষ্ঠান পণ্ড, জুতা মিছিল
Next articleফেলানী হত্যাকাণ্ড: নির্দোষ বল্লে দিল্লির দায় বাড়ে