Home বিনোদন আমাকে নিয়ে ভেবে অহেতুক সময় নষ্ট করছেন

আমাকে নিয়ে ভেবে অহেতুক সময় নষ্ট করছেন

440
0

বিনোদন ডেস্ক: দেশের ক্ষমতাশালী লোকেরা তাঁকে নিয়ে ভেবে অহেতুক সময় নষ্ট করছেন। সানি লিওনের টুইটার অ্যাকাউন্টে এমনই এক পোস্ট নজর কেড়েছে। হঠাৎ এ কথা লিখলেন কেন তিনি? কারণ অবশ্য একটা আছে। ওই দিনই এক বাম নেতা তাঁর নাম করে বেফাঁস মন্তব্য করেছিলেন। যে জন্য পরে সমালোচনার মুখেও পড়তে হয়েছে ওই নেতাকে। নাম না করে ওই বাম নেতাকে উদ্দেশ্য করেই কি তবে সানির পোস্ট? সে বিষয়ে কিছু না বললেও সানির স্পষ্ট বক্তব্য, “ক্ষমতাশালী লোকেরা নিজেদের কাজ ঠিকমতো করেন না। অথচ আমাকে নিয়ে ভেবে সময় নষ্ট করেন। এদের জন্য আমার কষ্ট হয়।

বৃহস্পতিবার উত্তরপ্রদেশে একটি জনসভায় বাম নেতা অতুলকুমার অঞ্জন মন্তব্য করেন, সানির অশ্লীল বিজ্ঞাপনে দেশে ধর্ষণ বাড়ছে। বলিউড অভিনেত্রী সানি একটি কন্ডোম প্রস্তুতকারক সংস্থার হয়ে বিজ্ঞাপনে কাজ করেছিলেন। সেই বিজ্ঞাপনকে কেন্দ্র করেই ওই নেতা এমন মন্তব্য করেন। বলিউড এবং একই সঙ্গে সানির ভক্তদের তুমুল সমালোচনার মুখে পড়ে শেষমেশ ক্ষমা চাইতেও হয়েছে তাঁকে।

Previous articleসুনামগঞ্জে এক মুক্তিযোদ্ধার বাড়ি দখল ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় অভিযোগ দায়ের
Next articleমার্কিন গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্ট সাংঘার্ষিক: বিএনপি