বিনোদন ডেস্ক: পর্দায় সব সময় ঝলমলে প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু আদতে তিনি একজন লাজুক নারী। প্রিয়াঙ্কাকে প্রশ্ন করেন সাংবাদিকরা, একজন তারকা হওয়ার পর কোন বিষয়টাকে অপছন্দ হয় আপনার? জবাবে প্রিয়াঙ্কা বলেন, একটি বিষয় খুবই অপছন্দ আমার। তা হলো, আমাদের সবকিছুর একটা মূল্য নির্ধারণ করা। মানুষ মনে করেন, আমাদের জীবনটা বিলাসী। আমাদের দামি গাড়ি আর বাড়ি রয়েছে। সবাই মনে করেন, আমরা অর্থবিত্তের মাঝে বাস করি। কিন্তু আমি খুবই লুকিয়ে থাকতে পছন্দ করি এবং আমি খুবই লাজুক স্বভাবের।
সিনেমা জগতে তার সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি বলেন, বহু সংগ্রামের পর ফিল্ম ইন্ডাস্ট্রি আমাকে গ্রহণ করে নিয়েছে। আমার মেধার সম্মান দিয়েছে। এই সাবেক মিস ওয়ার্ল্ড বলিউডে পা রাখেন ২০০৩ সালে। আজ তিনি একজন বড় তারকা, গায়িকা এবং প্রযোজক।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস