Home বিভাগীয় সংবাদ আরিফুল হক চৌধুরীর জামিন নামঞ্জুর

আরিফুল হক চৌধুরীর জামিন নামঞ্জুর

524
0

Ariful Haque Chy
সিলেট: সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় জামিন আবেদন নামঞ্জুর হয়েছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সদ্য সাময়িক বহিস্কৃত মেয়র আরিফুল হক চৌধুরীর। রবিবার সকালে হবিগঞ্জ জজ আদালতে তার জামিন আবেদন করা হলে বিচারক মাহবুবুল ইসলাম তা নামঞ্জুর করেন। আরিফ ওই মামলায় বর্তমানে কারান্তরিণ রয়েছেন।
জানা গেছে- রবিবার সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ জজ আদালতে আরিফুল হক চৌধুরীর জামিন আবেদন করেন তার আইনজীবীরা। শুনানীতে আইনজীবীরা আরিফকে নির্দোষ দাবি করে বলেন- ষড়যন্ত্রমূলকভাবে তাকে ওই মামলায় জড়ানো হয়েছে। একইসাথে আইনজীবীরা মামলার সম্পূরক চার্জশিটের অসঙ্গতিগুলো তুলে ধরে আরিফুল হক চৌধুরীর জামিন প্রার্থনা করেন।
শুনানী শেষে বিচারক মাহবুবুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করেন। জামিন শুনানীর সময় আরিফ আদালতে উপস্থিত ছিলেন না। তিনি বর্তমানে কারা হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আদালতে জামিন আবেদন শুনানীতে আরিফুল হক চৌধুরীর পক্ষে অংশ নেন এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমদ, আশরাফুল বারী নোমান, সালেহ উদ্দিন আহমদ, খালিকুজ্জামান চৌধুরী।

Previous articleকুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশসহ আহত ১০
Next articleফের নগ্ন হলেন কার্দাশিয়ান