ঢাকা: আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে পণ্য হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার সাড়ে ৩ টার দিকে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত’ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীনদের তৈরি মুক্তিযোদ্ধার তালিকা অবৈধ। রণাঙ্গনের এক লাখ মুক্তিযোদ্ধা আজ তিন লাখে রূপান্তরিত করেছে ক্ষমতাসীন সরকার।
তিনি আরো বলেন, এ অবৈধ সরকারের আমলে ১৫০ জন কর্মকর্তা এবং ১৬ জন সচিব ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে সরকার থেকে সব ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করেছে। তিনি অবিলম্বে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল করে মূল মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করার আহ্বান জানান।
তিনি বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব। এখন শেখ হাসিনার কাছ থেকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিতে হবে এটি দুঃখজনক। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।