জগন্নাথপুর: মানুষ সামাজিক জীব। তাই সে সমাজবদ্ধ হয়ে বসবাস করতে চায়। এক্ষেত্রে মানুষের প্রতি সমাজের যেমন দায়বদ্ধতা আছে,তেমনি সমাজের প্রতি মানুষেরও দায়বদ্ধতা রয়েছে। কেননা আদর্শ ও উন্নত সমাজ গড়ার দায়িত্ব মানুষের উপরেই ন্যস্ত। কোন সুস্থ মানুষ সমাজ থেকে বিচ্ছিন্ন হতে পারেনা। তাই সেদিকথেকে জনসেবা করতে আমাদের মূল লক্ষ্য হচ্ছে -গরিব দুখি ও অার্ত মানবতার সেবা,শিক্ষার মান প্রতিষ্টিত করার লক্ষে, আমাদের ঐকান্তিক প্রচেষ্টা প্রতিষ্ঠা করা হয়, আলোকিত সমাজ কল্যাণ সংস্থা- সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন।
১৪ মার্চ শনিবার বাদমাগরিব স্থানীয় সৈয়দপুর বাজারে আলোকিত সমাজ কল্যাণ সংস্থার মাসিক কার্যকারী কমিটির এক আলোচলা সভায় সংগঠনের সদস্য বৃন্দ এবক্তব্য রাখেন। সভায় ৩টি প্রস্তাব সর্বস্মতিক্রমে পাশ করা হয়,প্রস্তাব হল – ১/সংগটনের নামে বার্ষিক ম্যাগাজিন প্রাকাশ করা।২/এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরন করা।৩/ সবুজ বনায়ন লক্ষে এলাকায় বৃক্ষরোপন করা।
সংগঠনের সভাপতি সৈয়দ হাফিজ উদ্দিনের সভাপতিত্বে সাধারন সম্পাদক সৈয়দ নুরুল ইসলামের পরিচালনায় ও সিনিঃ সভাপতি হাফিজ আব্দুল ওয়াদুদ লিটনের কোরয়ান তেলায়তের মাধ্যমে আরো বক্তব্য রাখেন-
সহ সভাপতি সৈয়দ বজলুর রহমান জনি, সৈয়দ আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, মঈনুল সিকদার, জামিল খান, প্রচার সম্পাদক সৈয়দ সাবির আহমদ কিবরিয়া, অর্থ সম্পাদক সৈয়দ সলিম আহমদ, ক্রীড়া সম্পাদক আলী মনছুর রুহেল, মিডিয়া বিষয়ক সম্পাদক মির্জা মুনশাদ, তথ্য ও গবেষণা সম্পাদক মো জাহাংগির খান, শিক্ষা বিষয়ক সম্পাদক একরামুল ইসলাম, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ ছাবির আহমদ প্রমুখ।