Home আঞ্চলিক আলোকিত সমাজ কল্যান সংস্হা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

আলোকিত সমাজ কল্যান সংস্হা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

385
0

জগন্নাথপুর: সৈয়দপুর যুবক-ছাত্রদের প্রান প্রিয় সংগঠন  “আলোকিত সমাজ কল্যান সংস্হা’র  উদ্যোগে মাহে  রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সৈয়দপুর বাজার চৌধুরি মার্কেট এ ২২ ই রমজান রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়। সংস্হা’র  সভাপতি সৈয়দ হাফিজ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ নুরুল ইসলামের পরিচালনায় কালামে পাক থেকে  তেলাওয়াত করেন সহ-ধর্ম সম্পাদক হাফিজ সৈয়দ জাকারিয়া আহমদ।

সংগঠনের পক্ষ থেকে স্বগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি হাফিজ আব্দুল ওয়াদুদ (লিঠন)এতে সম্মানীত অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও শিক্ষানুরাগি  দ্রোহী কবি সৈয়দ আজমল হোসেন, শিক্ষনুরাগি মোঃ নিমব্বর খান,মাগুরা স্পোটিং ক্লাবের সভাপতি সৈয়দ হিলাল আহমদ,দুরন্ত স্পোর্টিং ক্লাবের সভাপতি সৈয়দ মিজান, সৈয়দপুর যুবপরিষদের উপ সমন্নয়কারি(দপ্তর) সৈয়দ তামব্বির মুরাদ, মাওলানা সৈয়দ আলী আহমদ,সাধারন পাঠাগার সৈয়দপুর-উপ পরিচালক(গ্রন্থ) সৈয়দ মারুফ আহমদ,ইফতার মাহফিলে উপস্হিত ছিলেন, ৩নং ওয়াডের মেম্বার সৈয়দ ছালেহ আহমদ(ছালিক) সৈয়দপুর আলীয়া মাদ্রাসার শিক্ষক মো:নুরুল হক,সৈয়দ আমিরুল ইসলাম,সৈয়দ মিছবা উদ্দীন,সাধারন পাঠাগার সৈয়দপুর- উপ পরিচালক (অর্থ)সৈয়দ জুন্নুন জাকেরিন,রাদীস শপিং কমপ্লেক্সে এর অর্থ সম্পাদক মো:মারজান কোরেশী, মো:তুফায়েল আহমদ, সংগঠনের পক্ষ থেকে উপস্হিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ বজলুর রহমান (জনি), মোঃ শাহেদ খান,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সুজেল খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জামিল খান,সহ-প্রচার সম্পাদক মোঃ নোমান আহমদ, অর্থ সম্পাদক সৈয়দ সলিম আহমদ,ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সৈয়দ আবিদ আহমদ, সাহিত্য সম্পাদক শেখ জাবের আহমদ, সহ-সমাজ কল্যান সম্পাদক সৈয়দ সুবের আহমদ,  তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ জাহানগীর খান, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ একরামুল ইসলাম, সহ-ক্রিডা সম্পাদক সৈয়দ মিজান উদ্দীন,সহ-সাস্হবিষয়ক সম্পাদক সৈয়দ আতিকুল ইসলাম, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক  সৈয়দ ছাবির আহমদ, আন্তর্জাতিক সম্পাদক মো:জামাল আহমদ সাস্হবিষয়ক সম্পাদক শ্যমল  সুত্রদর, নির্বাহী সদস্য মো:সামছুল ইসলাম(জাবির) প্রমুখ।

এতে বক্তারা মাহে রমজানের তাৎপর্য শীর্ষক বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন,রমজানের শিক্ষাকে কাজে লাগিয় বাকি ১১ মাসকে সঠিক ভাবে চলার জন্য তাগিদ দেন বক্তারা বলেন,বক্তারা আর বলেন বর্তমানে ইসলামের শুত্ররা বিভিন্ন ভাবে মাতাচারা দিয়ে উটছে, এদের কে প্রতিহত করতে আমরা সব মুসলমানদের ঐক্য সসয়ের ব্যাপার, সে জন্য বর্তমান সরকারের সাবেক প্রবাবশালী মন্ত্রী লতীফ সিদ্দিকি ও লখক আব্দুল গফফার,আল্লাহ ও নবির উপর বিরুপ মন্তব্য করে ইসলামের উপর অবমাননা করেছে তাদের দৃষ্টিন্তমুলুক শাস্তি দাবি করেন।

Previous articleঅনলাইন গণমাধ্যমের ভবিষ্যত উজ্জ্বল: সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে অর্থমন্ত্রী
Next articleদিরাইয়ে প্রতিভা স্পোর্টিং ক্লাবের ইফতার মাহফিল