Home জাতীয় আ.লীগ ক্ষমতায় আসলে মানুষ পেট ভরে ২ বেলা খেতে পারে: প্রধানমন্ত্রী

আ.লীগ ক্ষমতায় আসলে মানুষ পেট ভরে ২ বেলা খেতে পারে: প্রধানমন্ত্রী

428
0
Sheikh Hasina

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই জনগণের উন্নয়ন হয়। মানুষ পেট ভরে দুই বেলা খেতে পারে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়া। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আমরা বাস্তবায়নের চেষ্টা করছি। মানুষ পেট ভরে দুই বেলা খেতে পারলে বঙ্গবন্ধু নিশ্চয় বেহেস্তে শান্তি পান মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী তার কারামুক্ত দিবস উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এতো কম সময়ে একটি দেশ স্বাধীন হওয়ার ঘটনা ইতিহাসে বিরল। বঙ্গবন্ধুর একটাই স্বপ্ন ছিল জাতিকে স্বাধীনতা উপহার দেয়া। তিনি স্বাধীনতা এনে দিয়েছেন এবং স্বাধীন দেশের উপযোগী সব কিছু করে গেছেন। স্বপরিবারে জাতির পিতাকে হত্যা করে ষড়যন্ত্রকারীরা দেশকে পেছনের দিকে ঠেলে দিয়েছে। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ আরও আগেই উন্নয়নশীল দেশে পরিণত হতো।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আসতে হবে।

Previous articleকাতার সংকটের ব্যাপারে বাংলাদেশ সচেতন রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
Next articleআওয়ামী লীগের সময় শেষ: খালেদা জিয়া