কুমিল্লা: আ.লীগ মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের দল নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ২০ দলীয় জোটের জনসভায় এ কথা বলেন তিনি। চূড়ান্ত আন্দোলনের আগে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবির পক্ষে জনমত সৃষ্টির অংশ হিসেবে জনসভা করতে শনিবার কুমিল্লার জনসভায় অংশ নেন তিনি।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নতুন নির্বাচনের দাবিতে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করছেন কুমিল্লা জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম রাবেয়া চৌধুরী। এর আগে জনসভায় অংশ নিতে কুমিল্লায় পৌঁছেন বেগম খালেদা জিয়া। সকাল সাড়ে দশটায় গুলশানের বাসভবন থেকে তার গাড়িবহর কুমিল্লার উদ্দেশে রওনা হয়। তার সফরসঙ্গী হন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। জনসভা শেষে আবার সড়কপথেই ঢাকায় ফিরবেন তিনি।