Home বিনোদন ইউটিউব দর্শকদের হৃদয়জুড়ে ‘বেবি ডল’ সানি লিওন

ইউটিউব দর্শকদের হৃদয়জুড়ে ‘বেবি ডল’ সানি লিওন

483
0

Sunny leone 01
ইউটিউবে সবচেয়ে জনপ্রিয় ভিডিও সানি লিওনের ‘বেবি ডল’ গানটি। অন্তত ৪০ মিলিয়ন বার এই ভিডিওটি দেখা হয়েছে ইউটিউবে।
ইউটিউবের ইন্ডিয়া চ্যানেলের প্রকাশিত এক তথ্য জানাচ্ছে, বেবি ডলের পাশাপাশি হানি সিংয়ের চার বোতল ভদকা, ব্যাং ব্যাং সিনেমার ট্রেলারও ব্যপক জনপ্রিয়তা পেয়েছে।
ভিডিওর পাশাপাশি কমেডি নাইটস ইউথ কপিল, অভিনেত্রী আলিয়া ভাট, নরেন্দ্র মোদীর লাইভ ব্রডকাস্ট, আপ কি আদালতও ইউটিউবে বছরভর সেরার তালিকায় ছিল।
বিশ্বজুড়ে দর্শকদের পছন্দের তালিকায় ছিল মিউটেন্ট জায়েন্ট স্নাইপার ডগ, নাইকি-র ফুটবল, আইফোন সিক্সের বেঁকে যাওয়া, ফার্স্ট কিস-এর ভিডিও।
তবে ইউটিউবের হিসেবে তাদের সবচেয়ে জনপ্রিয় ভিডিও ২০১২ সালের গ্যাংনাম স্টাইল। ২১৫ কোটি মানুষ এই গানের ভিডিও দেখেছেন।

Previous articleজানুয়ারিতেই মন্ত্রিসভায় জামায়াত নিষিদ্ধের আইন!
Next articleইসলামী আন্দোলনের রোডমার্চে বাধার অভিযোগ