Home আঞ্চলিক ইউনাইটেড সোস্যাল ডেভেলপমেন্ট এর ৯ ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ইউনাইটেড সোস্যাল ডেভেলপমেন্ট এর ৯ ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

500
0

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব মানবতার কল্যাণে নিবেদিত জনপ্রিয় সামাজিক সংগঠণ ইউনাইটেড সোস্যাল ডেভেলপমেন্ট এর ৯ ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ আয়েশ মিয়ার সভাপতিত্ত্বে ও মোঃ সুজেল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন, কেন্দ্রিয় অর্থ সম্পাদক হাফিজ মোঃ আব্দুল জলিল, কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক মোঃ সুজেল মিয়া প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সৈয়দ নাঈম আহমদ, সৈয়দ সায়মন আহমেদ, সৈয়দ ইয়াহইয়া আহমেদ, আহমেদ সামির, আল আমিন মল্লিক, মোঃ তাহমিদ তালুকদার প্রমূখ।

সভাপতির বক্তব্যে সৈয়দ আয়েশ মিয়া বলেন, আমরা শিক্ষা- সাহিত্য, সংস্কৃতিসহ আর্ত – মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সিলেট বিভাগের ২৫ টি উপজেলার মধ্যে আমরা আমাদের সংগঠনের বিস্তৃতি ঘটাতে সক্ষম হয়েছি। আজ আমরা ৯ বছরে পদার্পণ করছি। এটা আমাদের জন্য গৌরবের বিষয়। একটা সংগঠণ ৯ বছর টিকে থাকাও কম কথা নয়। আমাদের সেবামূলক কাজ যাতে ভবিষ্যতেও অব্যাহত থাকে সেজন্য আমরা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

পরে সংগঠণ ও দেশের মানুষের মঙ্গলের জন্য মোনাজাত করেন হাফিজ মোঃ আব্দুল জলিল।
পরিশেষে কিছু হত- দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে সেহরি ও ইফতারের জন্য দুধ ও খেজুর বিতরণ করা হয়।

Previous articleনরসিংদীতে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু
Next articleচ্যালেঞ্জের স্বপ্নবিলাসী বাজেট