Home Uncategorized ইউনাইটেড স্যোসাল ডেভলপমেন্ট এর ৯ম প্রতিষ্টা বার্ষিকী পালিত

ইউনাইটেড স্যোসাল ডেভলপমেন্ট এর ৯ম প্রতিষ্টা বার্ষিকী পালিত

451
0

নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইউনাইটেড স্যোসাল ডেভলপমেন্ট এর ৯ম প্রতিষ্টা বার্ষিকী, জেএসসি, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্টান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বিকেলে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর বাজারে সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি সৈয়দ আয়েশ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী আতাউর রহমান।প্রধান হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট এমসি কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রধান সৈয়দ সালেহ আহমদ, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ সাব্বির আহমদ (সাব্বির), সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, কবি সাহিত্যিক দীনুল ইসলাম বাবুল, জাতীয় মানবাধিকার ইউনিটি জগন্নাথপুর শাখার চেয়ারম্যান আলহাজ্ব শাহ নুরুল করিম।
অনুষ্টানের শুরুতে মো. সুজেল আহমদের পরিচারনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুল জলিল। বক্তব্য রাখেন বিএনপি নেতা দুলা মিয়া, অনলাইন পোর্টাল পি.জি.পি নিউজ টুয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক ও প্রকাশক জাকারিয়া আহমদ, হিল সামাজিক সংগঠনের সভাপতি রুহেল আহমদ, সংগঠনের সিলেট মহানগর শাখার সভাপতি সাংবাদিক কামরুল ইসলাম মাহি, প্রচর সম্পাদক জুনাইদ আল হাবিব, মৌলভীবাজার শাখার সভাপতি নাঈম আহমদ,দোয়ারা বাজার শাখার সভাপতি কাওছার আহমদ, সৈয়দপুর শাখার সদস্য নাসির আহমদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া, মানবাধিকার কর্মী ফিরুজ মিয়া চৌধুরী, সৈয়দ সাবির আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।

Previous articleসাবেক এমপি শফি চৌধুরীর সুস্থতা কামনায় দক্ষিণ সুরমা বিএনপির দোয়া মাহফিল সম্পন্ন
Next articleসরকার যা খুশি তাই করছে: গণতান্ত্রিক বাম মোর্চা