Home রাজনীতি ইসলামী আন্দোলনের মহাসমাবেশে পুলিশের বাধা

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে পুলিশের বাধা

464
0

Hatpakha
ঢাকা: সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর শাস্তি দাবিতে ইসলামী আন্দোলনকে পূর্বঘোষিত মহাসমাবেশ করতে দেয়নি পুলিশ। শুক্রবার সকালে সমাবেশ সফল করতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করে। কিন্তু পুলিশ তাদেরকে সেখানে দাঁড়াতে দেয়নি। সমাবেশের অনুমতি নেই বলে পুলিশ তাদের মাইক ও ব্যানার কেড়ে নেয় এবং ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে।
এ ঘটনার পরপর ইসলামী আন্দোলনের শত শত নেতাকর্মী জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গিয়ে জড়ো হন। পরে সেখান থেকে ইসলামী সাংস্কৃতিক জোটের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে রয়েছেন। মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূক শাস্তির দাবিতে এই সমাবেশের ঘোষণা দিয়েছিল ইসলামী আন্দোলন। সকালে বাধা দেয়ার প্রেক্ষিতে আজ বিকেলে আবারো সমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন।
কিন্তু বিকেলে সমাবেশ করতে না দিলে আগামী রোববার হরতাল কর্মসূচি বহাল থাকবে বলে সংগঠনের পক্ষে জানানো হয়েছে।

Previous articleসচিবদের সঙ্গে খালেদার বৈঠকের খবর মিথ্যা: মির্জা ফখরুল
Next articleবৃটিশ পার্লামেন্ট নির্বাচনের প্রচারণা সিলেট থেকে শুরু করলেন মিনা রহমান