নিজস্ব প্রতিবেদক: লতিফ সিদ্দিকীর ফাঁসি ও সব ধর্মদ্রোহীদের বিরুদ্ধে আইন প্রণয়নের দাবিতে রাজধানীর পুরানা পল্টনের হাউস বিল্ডিংয়ের সামনে অস্থায়ী মঞ্চে সমাবেশ শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।শুক্রবার জুমার নামাজের পর প্রেসক্লাবের সামনে সমাবেশ করার কথা ছিল। কিন্তু অনুমতি না পাওয়ায় বেলা ২টায় পল্টনে সমাবেশ শুরু করেছে দলটি। এর আগে এদিন সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ওই এলাকায় ঝড়ো হতে থাকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। বাইতুল মোকাররমের সামনে আবদ্ধ ওই সড়কেই জুমার নামাজ আদায় করেন তারা। বেলা ১২টার পর পল্টন ও দৈনিক বাংলা মোডে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।