Home Uncategorized ঈদের দিনেও মানুষের মনে আনন্দ নেই: খালেদা জিয়া

ঈদের দিনেও মানুষের মনে আনন্দ নেই: খালেদা জিয়া

409
0

ঢাকা: দেশের মানুষ এবার আনন্দ নিয়ে ঈদ উদযাপন করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

সোমবার ঈদের দুপুরে সর্বস্তরের নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, ‘আপনারা জানেন, মুসলমানদেন জন্য ঈদ অত্যন্ত আনন্দের। কিন্তু এই ঈদে আমাদের কারো মধ্যে আনন্দ নেই, সারা বাংলাদেশের মানুষের মনে কোনো আনন্দ নেই। উৎসবমুখর পরিবেশ এবার ছিলো না।”

এর কারণ হিসেবে সারাদেশে দুর্ঘটনায় মানুষের মৃত্যুর শোক, দ্রব্যমূল্যের উধর্বগতি, আকাশচুম্বি চালের দাম এবং ঈদে ঘুরমুখো মানুষের যাত্রাপথের ভোগান্তির কথা বলেন খালেদা জিয়া।

“রমজান মাসে চালের দাম ছিল সর্বকালের রেকর্ড পরিমাণ। এই বছর নিম্ন মানের চালের দামও এত বেশি যে সাধারণ গরিব মানুষ দুই বেলা পেট ভরে খেতে পারেনি। প্রতিটি জিনিসের দাম অতিরিক্ত বেশি। তারপর আবার বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এই অবস্থায় ঈদ কতটুকু আনন্দ দিতে পেরেছে? পারেনি।”

পত্রিকার খবরের বরাত দিয়ে খালেদা জিয়া বলেন, “একটা শ্রেণি আছে, যারা অনেক টাকার মালিক, বহু টাকার মালিক, তারা এবার ঈদের জন্য কেউ ব্যাংককে, সিঙ্গাপুরে, কেউ কলকাতা-দিল্লি বিভিন্ন জায়গায় শপিং করেছেন। আর সাধারণ মানুষ হয়ত ঈদের কাপড়-চোপড়ও কিনতে পারেনি।

Previous articleশাল্লায় অসহায় কৃষকদের মাঝে চাল ও আটা বিতরণ
Next articleদিরাই সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্দ্যোগে নবীন ছাত্র ছাত্রীদেরকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ অনুষ্টিত