Home জাতীয় ঈদ-বর্ষার আগেই রাস্তা, নইলে ব্যবস্থা: সেতুমন্ত্রী

ঈদ-বর্ষার আগেই রাস্তা, নইলে ব্যবস্থা: সেতুমন্ত্রী

401
0

Kader
ঢাকা: রমজান, ঈদ ও বর্ষার আগেই সড়ক, মহাসড়কের কাজ শেষ করার জোর তাগিদ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্ধারিত সময়ের মধ্যে টার্গেট পূরণে ব্যর্থ ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকায় অন্তর্ভূক্তির ঘোষণাও দেন তিনি। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, রমজান, ঈদ ও বর্ষা আসার আগেই সড়ক, মহাসড়ক, এমনকি আঞ্চলিক ও জেলা পর্যায়ের সড়কগুলোও ব্যবহারযোগ্য করতে হবে। যারা টার্গেট পূরণ করতে পারবে না ঠিক সময়ে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের নাম কালো তালিকায় ফেলা হবে। মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পের কাজ অগ্রাধিকার ভিত্তিতে হবে। সেই লক্ষ্যেই এ বৈঠক।
তিনি বলেন, পলিটিক্যাল তদবির যারা করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তদবিরের কোনো প্রয়োজন নেই, মানবিক প্রয়োজন এমনিতেই বিবেচনা করবো। ১০ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্টদের সব কাজ সমাধানের তাগিদ দিয়েছেন বলেও জানান তিনি। এ ছাড়া ঢাকা-চট্টগ্রামের মধ্যকার ব্রিজ ও কালভার্টগুলোর কাজও প্রায় শেষ। জুনে উদ্বোধনের কথা- বলেন তিনি।

Previous articleস্বামীর সন্ধান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে সালাহ উদ্দিনের স্ত্রীর আবেদন
Next articleটাইগারদের স্বপ্নপূরণের টার্গেট ৩০৩