Home বিনোদন একাই দেড়শো কোটি !

একাই দেড়শো কোটি !

495
0

Jenifar
বিনোদন ডেস্ক: সম্ভবত তিনিই প্রথম নারী অভিনেত্রী, যিনি ছবিতে পারিশ্রমিক হিসেবে পুরুষকেও ছাড়িয়ে যাচ্ছেন! হ্যাঁ, বলছিলাম অস্কার জয়ী অভিনেত্রী জেনিফার লরেন্সের কথা। সম্প্রতি একটি ছবিতে অভিনয়ের পারিশ্রমিক হিসেবে এক চরিত্রের জন্যেই তিনি চাইলেন ২কোটি মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় একশো ষাট কোটি টাকা!
বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক সিনেমা ‘পেসেঞ্জার’-এ কাজ করতেই এই পারিশ্রমিক পেতে যাচ্ছেন তিনি।
গত বছর আয়ের দিক দিয়েও অভিনেত্রীদের মধ্যে শীর্ষে ছিলেন। কিন্তু আয়ের তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে এটাও স্পষ্ট হয়ে গেছে, লিঙ্গবৈষম্য চলে হলিউডেও। অভিনেত্রীদের তুলনায় অভিনেতারা অনেক বেশি আয় করেন। তাদের পারিশ্রমিকও বেশি।
তখন থেকেই সমতার অধিকারের প্রশ্নে সোচ্চার লরেন্স ঠিক করেছেন, ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেতা যত পারিশ্রমিক পাবেন, তার চরিত্র সমান মাপের হলে সমান টাকা দিতে হবে তাকেও।

Previous articleমানবাধিকার লঙ্ঘনের বিষয় খতিয়ে দেখতে টাস্কফোর্স কেন নয়
Next articleশ্রীমঙ্গলে বাসচাপায় নিহত ৩