Home জাতীয় একুশে টেলিভিশনের চেয়ারম্যান গ্রেপ্তার

একুশে টেলিভিশনের চেয়ারম্যান গ্রেপ্তার

336
0

Abdus Salam
ঢাকা: একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। গতরাতে ইটিভি কার্যালয়ের নীচ থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ক্যান্টনমেন্ট থানায় পর্নোগ্রাফি আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ২৬শে নভেম্বর ক্যান্টনমেন্ট থানায় এক নারী এ মামলাটি দায়ের করেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। একুশে টেলিভিশনের অপরাধ বিষয়ক অনুষ্ঠান ‘একুশের চোখ’ এ প্রচারিত প্রতিবেদনের কারণে এ মামলা দায়ের করা হয়।
ইটিভির কর্মকর্তা সাঈদ মুন্না জানান, রাত সাড়ে তিনটার দিকে বাসায় যাওয়ার সময় অফিসের নীচ থেকে ডিবি পুলিশের একটি দল ইটিভি চেয়ারম্যানকে আটক করে নিয়ে যায়। ইটিভি চেয়ারম্যানের গাড়ি চালক বাদল সাংবাদিকদের জানান, চেয়ারম্যানকে নিয়ে ইটিভির গাড়ি পার্কিং থেকে বের হতেই হঠাৎ ১০/১২ জন লোক এসে গাড়ি ঘিরে ফেলে। তারা আবদুস সালামের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে নামতে বলে। তিনি নামতে অস্বীকৃতি জানালে একজন জোর করে গাড়ি চালককে নামিয়ে দেয়। এরপর সাদা পোশাকদারী একজন গাড়িতে উঠে চালিয়ে নিয়ে যায়। তারা বলে যায়, তাকে ডিবি অফিসে নিয়ে যাচ্ছি। গাড়ি চালক জানান, ডিবি সদস্যদের কাছে ওয়াকিটকি ও রিভলবার ছিল। একজন ডিবি লেখা কটি পরে ছিল।

Previous articleঅবৈধ সংসদ ভেঙ্গে দিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান
Next articleপাক-ভারত সীমান্তে তীব্র গোলাগুলি, নিহত ৫