টাঙ্গাইল: বিএনপির নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বিষয়ে তার পরিবার এখন পর্যন্ত পুলিশকে লিখিত অভিযোগ দেয়নি বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। পুলিশ সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করেনি বলে পুনরায় দাবি করেছেন তিনি। শুক্রবার টাঙ্গাইল জেলা পরিষদ মাঠে আয়োজিত কমিউনিটি পুলিশিং এর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
শহীদুল হক বলেন, বিএনপি নেতা সালাহ উদ্দিনকে যদি আমরা গ্রেপ্তার করতাম, তাহলে আমরা অবশ্যই তাকে আদালতে হাজির করতাম।
তিনি বলেন, সালাহ উদ্দিনের পরিবার এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেয়নি পুলিশের কাছে। শুধু মুখেই অভিযোগ করেছেন। তারপরও আমরা তাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। সারাদেশের মানুষ আজ হরতাল-অবরোধ ও নাশকতাকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় সব থানাকে দালালমুক্ত করার ঘোষণা দেন আইজিপি। থানায় কোনো দালাল ঘোরাফেরা করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানার ওসিদের নির্দেশ দেন তিনি। এছাড়া কোনো পুলিশ সদস্য থানায় গেলে তাদের যথাযথ সম্মান দিতে বলেন।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক ও জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।