ডেইলী আমার বংলা: ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম আর নেই। আজ সোমবার রাতে মেঘালয়ের শিলংয়ে একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। সন্ধ্যায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজম্যান শিলংয়ে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দানকালে বিশিষ্ট এই পরমাণু বিজ্ঞানী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে শিলংয়ের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। তাৎক্ষণিক তাকে আইসিউতে নেয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।