এবার ভাড়াটিয়া নারীকে বাড়ির মালিকের ধর্ষণ

0
515

Dhorson
নিউজ ডেস্ক: এবার ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগ উঠল বাড়ির মালিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরের এই নির্মম ঘটনাটি ঘটে ভারতের হাওয়ার সাঁতরাগাছির দেওয়ানপাড়ায়। জানা গেছে, ধর্ষণের পর মুখবন্ধ করতে পঞ্চাশ হাজার টাকার লোভ দেখানো হয় ওই নারীকে। এমনকী এই কথা ফাঁস করলে প্রাণে মারার হুমকিও দেয় বাড়ির মালিক। এর পর তাঁদের বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
স্বামীর অনুপস্থিতে ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণ করে তাঁর বাড়ির মালিক। তার পর থেকে টানা দু’দিন নিজেকে ঘরে বন্দী করে রেখেছিলেন নির্যাতীতা। বাড়ি থেকে বের করে দেওয়ার পর এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেন তাঁরা। এর পরই ঘটনাটি প্রকাশ্যে আসে।
শনিবার রাতে সাঁতরাগাছি থানায় ধর্ষণের রিপোর্ট দায়ের করেন তিনি। তাঁকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মানসিক ও শারীর অবস্থা স্থিতিশীল নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা। ৩৭৬ ধারায় মামলা বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। এদিকে, ঘটনার পরই পলাতক অভিযুক্ত। তার খোঁজ শুরু করেছে পুলিশ।