Home বিনোদন এবার যৌন নির্যাতনের শিকার অভিনেত্রী মোনা বাসু

এবার যৌন নির্যাতনের শিকার অভিনেত্রী মোনা বাসু

435
0

mona vasu
ভারত ধর্ষণের জন্য খুব জনপ্রিয়। ধর্ষণ, যৌন নির্যাতন এই সব ভারতের জন্য প্রতিদিনের নিয়মিত ব্যপার। ভারতে নারীদের ওপর যৌন নির্যাতনের ঘটনা বাড়ছে। এর থেকে রেহাই পাচ্ছেন না সেলিব্রিটিরাও। এবার যৌন নিগ্রহের শিকার হলেন পরিচয় ও যোদ্ধাতে অভিনয়ের জন্য জনপ্রিয় অভিনেত্রী মোনা বাসু।
এ বিষয়ে তিনি মুম্বাইয়ের ভারসোভা থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি জানান, গত ১১ মার্চ রাতে বাড়ি ফেরার সময় তিনি নিগ্রহের শিকার হন। ঘটনাটি ঘটে মুম্বইয়ের ভারসোভা জেটির কাছে।

অভিযুক্ত রণদীপ কুমারকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার তাকে আন্ধেরির আদালতে প্রেরণ করা হয়।
খবর: এবিপি আনন্দ

Previous articleহাইকোর্টের নিষেধ উপেক্ষা ! ছাতকের লাকেশ্বরে ষাড়েঁর লড়াই
Next articleদিরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০