Home ঢাকা এবার সড়কে পিতা-পুত্রের লাশ

এবার সড়কে পিতা-পুত্রের লাশ

604
0

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের পুখরিয়া এলাকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটর সাইকেল আরোহী পিতা-পুত্র নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মহাসড়কের পুখরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফরিদপুর জেলার মধুখালি এলাকার মো. ওবায়দুল্লাহ (৩৫) ও তার ছেলে মো. আবদুল্লাহ (৫)।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামিন উদ-দৌলা জানান, মধুখালি এলাকার ওবায়দুল্লাাহ তার ছেলেকে নিয়ে মোটর সাইকেলে ঢাকা থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি বাসের সাথে তাদের সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হয়।

দুর্ঘটনার পর পরই পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়। তবে, তাৎক্ষণিকভাবে ওই পুলিশ কর্মকর্তা দুর্ঘটনায় নিহতদের সর্ম্পকে বিস্তারিত জানাতে পারেননি। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতপাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Previous articleবাইপাস সার্জারির পর কাদেরের অবস্থার উন্নতি
Next articleসুনামগঞ্জের ৮ উপজেলার নবনির্বাচিতদের গেজেট প্রকাশ