Home জাতীয় এসব সরকারের দুঃশাসনের ধারাবাহিকতা মাত্র: মির্জা ফখরুল

এসব সরকারের দুঃশাসনের ধারাবাহিকতা মাত্র: মির্জা ফখরুল

498
0

ঢাকা: সাম্প্রতিক কিছু ঘটন, খালেদা জিয়ার মুক্তির দাবি এবং প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আজকালকার প্রযুক্তির যুগটা আমরা এত ভালো করে বুঝি, মানুষ এত ভালো বোঝে যে আমার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাপও তৈরি করে দেওয়া যাবে। কঠিন কাজ না। কোনো কঠিন কাজ না এটা। সো সিম্পল।’

মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘আপনারা তো নিজেরাই ভালো করে জানেন, ফেসবুক দেখেন না সবাই? দেখছেন না? কার কী সমস্ত বের হচ্ছে, কার্টুন। এর গলা ওইখানে, ওর গলা এইখানে। দেখেন কি না বলেন। যাচ্ছে তো। এটাই তো করেছেন আপনারা। আপনারা করেন না, এ রকম কোনো কাজ তো নেই। এবং একটা গণতন্ত্রকে হত্যা করে সেটাকে জাস্টিফাই করার জন্য, যত রকমের অস্ত্র আছে, আপনারা ব্যবহার করছেন। প্রত্যেকটা মানুষ বোঝে যে আপনারা কী করছেন। এবং তাদের মনের মধ্যে ধিকিধিকি আগুন জ্বলছে, যে কখন আপনারা যাবেন। কখন পরিবর্তনটা হবে।’

ফখরুল বলেন, ‘আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, এই ব্লেম গেমটা আপনারা করছেন, আমাদের ব্লেম করার জন্য।’

কয়েক দিন আগে রাজশাহীতে বিএনপির নির্বাচনী সভায় ককটেল হামলা হয়। হামলার পরদিন ‘আগামীর রাজশাহী’ নামে একটি ফেসবুক পেজে রাজশাহীতে ককটেল হামলায় বিষয়ে একটি ফোনালাপের কথোপকথনের রেকর্ড প্রকাশ পায়। পুলিশ দাবি করে, হামলা চালানোর পর এই কথোপকথন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুর মধ্যে হয়েছে। এতে যাকে মন্টু নামে দাবি করা হচ্ছে তিনি টিপুকে বলেছেন, ‘ভাইয়ার (তারেক রহমান) কাছে ক্রেডিট নেওয়ার জন্য দুইজনকে দিয়ে এই বোমা হামলা চালানো হয়েছে।’ ওই দিন রাতে নিজ বাড়ি থেকে মতিউর রহমান মন্টুকে আটক করে পুলিশ।

Previous article২৩টি বিষয়ে জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী
Next articleপ্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষা শুরু ১৮ নভেম্বর