ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের নতুন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে রাজধানী রিয়াদে সাক্ষাৎ করবেন। সৌদি রাজপরিবারের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। এর আগে গত শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছিল, সৌদি আরব সফরের উদ্দেশ্যে ওবামা ভারত সফর সংক্ষিপ্ত করবেন। ভারতের দিল্লির স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে বিমানে ওঠার জন্য হোটেল ছাড়বেন ওবামা। এ খবর দিয়েছে অনলাইন আল-আরাবিয়া। ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি আরব সফরের কথা থাকলেও, প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে মার্কিন প্রেসিডেন্টই দেশটি সফর করবেন বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।
বাদশাহ আবদুল্লাহর মৃত্যুতে টেলিফোনে নতুন বাদশাহকে শোক ও সমবেদনা জানিয়েছিলেন ওবামা। গত শুক্রবার বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর পরই ওবামার সফরসূচিতে সামান্য পরিবর্তন আনা হয়। রিয়াদে বাংলাদেশসহ বিশ্বের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা বাদশাহের মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন।