Home বিভাগীয় সংবাদ ওসমানি বিমানবন্দরে সাড়ে তিন কেজি সোনা উদ্ধার

ওসমানি বিমানবন্দরে সাড়ে তিন কেজি সোনা উদ্ধার

400
0

সিলেট ওসমানি বিমানবন্দরে আবুধাবি থেকে আগত বিমানের ফ্লাইটের ভেতর থেকে ৩০টি সোনার বার আটক করা হয়েছে। রোববার (২৩ জুলাই) সকালে এ সোনার বার আটক করে শুল্ক গোয়েন্দারা। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আবুধাবি থেকে সিলেট হয়ে ঢাকায় আসার পথে সিলেটে অবস্থান করার সময় বিজি১২৮ এর সিট ৪৫সি এর উপর থেকে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় এসব সোনার বার উদ্ধার করা হয়।

আটককৃত সোনার বারের ওজন প্রায় ৩.৫ কেজি। যার মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সিনিয়র এসপি মিজানুর রহমান।

Previous articleউত্তরপত্রের সঠিক মূল্যায়নে পাসের হার কমেছে: শিক্ষামন্ত্রী
Next articleজগন্নাথপুরে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত