ঢাকা: ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যাকান্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিকুর রহমান বাবুর হত্যাকান্ডে আমরা আতঙ্কিত ও উদ্বিগ্ন। তার পরিবার ও বন্ধুদের আমরা গভীর সমবেদনা জানাই। সোমবার ঢাকায় মার্কিন দূতাবাসের একটি ফেসবুক পাতায় লেখা ওই বিবৃতিতে ওয়াশিকুর হত্যার নিন্দাও জানানো হয়।
ফেসবুক পাতার ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতাকে দৃঢ়ভাবে সমর্থন করে। বাংলাদেশ এবং বিশ্বের সর্বত্রই এটি একটি সার্বজনীন মানবাধিকার।’
অনলাইনে মত প্রকাশের কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, ধর্মীয় সহিঞ্চুতা ও সহিংসতা প্রতিরোধে সর্বদা আমরা বাংলাদেশের পাশে দাঁড়াবো।