
যশোর: মনিরামপুরের ব্যাগারীতলায় পুলিশের কথিত বন্দুকযুদ্ধে জামায়াতের ২ কর্মী নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের বজলুর রহমান ও আবু সাঈদ। তবে নিহতের স্বজনদের দাবি তারা বিএনপির কর্মী। বুধবার রাত আড়াইটার দিকে যশোর মনিরামপুর সড়কের ব্যাগারীতলার একটি মেহগনি বাগানে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে পুলিশ দাবি করেছে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৮টি তাজা হাত বোমা, ১২টি পেট্্রল বোমা, ১টি দেশি তৈরী ওয়ান শুটার গান ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে।
যশোর পুলিশের মুখপাত্র এ এসপি রেশমা শারমিন জানান, একটি মামলার আসামী হিসেবে ওই ২ জনকে মনিরামপু থানার পুলিশ গতকাল বিকেলে জয়পুর গ্রাম থেকে আটক করে। পরে রাত আড়াইটার দিকে তাদেরকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য ব্যাগারীতলায় যায়। এসময় বজলু ও সাঈদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করে। পুলিশও পাল্টা এ্যাকশনে যায়। পাল্টাপাল্টি আক্রমনের মধ্যে বজলু ও সাঈদ হাতকড়া পরা অবস্থায় পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে তারা নিহত হন। পুলিশ লাশ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতদের স্বজনদের দাবি তারা কৃষি শ্রমিক। জোন বিক্রি করেই তারা জীবিকা নির্বাহ করতেন।