Home ভিন্ন খবর কনডমের বদলে পলিব্যাগ ব্যবহার করে জখম প্রেমিক-প্রেমিকা

কনডমের বদলে পলিব্যাগ ব্যবহার করে জখম প্রেমিক-প্রেমিকা

914
0

প্রেমিকার আলিঙ্গনে প্রেমিক। উত্তেজনার চরম মুহূর্তে তখন। সেই সময়ই তাঁরা ঘটালেন এমন আজব কাণ্ড! কনডমের বদলে প্লাস্টিকের ব্যাগ। হাতের কাছে কনডম নেই। তাই কনট্রাসেপশন হিসেবে প্লাস্টিকের থলে বা পলিব্যাগ ব্যবহার করল এই যুগল। কিন্তু, তারপর যা হল….

এ ঘটনাটি ভিয়েতনামের। এই ঘটনা শুধুমাত্র যে হাস্যকর, আজব তাই নয়। এর পিছনে অন্যতম একটি কারণ হল ‘ট্যাবু’। দোকান থেকে কিনতে যাওয়ার মত পরিস্থিতি নেই। সেই সঙ্গে রয়েছে লজ্জাও। আর তাই এমন সিদ্ধান্ত। তবে, এর দাম দিতে হল ভালোই।

পলিব্যাগের কারণে দুজনেই মারাত্মকভাবে জখম হন। বর্তমানে দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্র: জি নিউজ

Previous articleজামায়াত নিয়ে মতভেদ বিএনপির স্থায়ী কমিটিতে
Next article৬৪ জেলায় একযোগে মানববন্ধন প্রাথমিক শিক্ষকদের