Home সাহিত্য কবে হবে পৃথিবীটা “অজয় বৈদ্য অন্তর”

কবে হবে পৃথিবীটা “অজয় বৈদ্য অন্তর”

1211
0

কবে হবে পৃথিবীটা
অজয় বৈদ্য অন্তর

সুন্দর দেখেছি কতো বসন্ত ফাল্গুনে
হেমন্ত বাতায়নে পাতারা নড়ে।
যৌবনার মনে দেখেছি কতো সুর
সুন্দর দেখেছি বৈশাখী আম্র ঘ্রাণে।

কত আলোর গান ভাটির জোয়ারে
জলরাশির প্রাবনে ভাসে কত প্রাণ।
আঁধারে হারালো ফসলের ফরমান
অস্থিসার দেহে নামে দাহন উদ্ধাম।

পথে কান্নার মিছিল ঈশ্বর এঁটেছে খিল
কোথায় পাবো শান্তির আবাস।
জীবনের স্বপ্নে ব্যথার কালক্ষেপন
নেই শিশুর হাসি মায়ের অন্ন গ্রাস।

সব ক্ষতের মুখে ব্যথা দূরে ফেলে
সব দুঃখ দেশের হবে বাঁচার নিঃশ্বাস।
শুকাবে জলধারা কি করুণা করে আসবে কি বসন্ত নিয়ে সুখ এক আকাশ।

ভাঙ্গা চোরা পথে আবার নতুন উৎসব
বাংলার মাঠে উঠোনে ঘাঠে আসবে সুর।
কচি কাঁচা ঘাসে বঁধু ব্যাকুল বাতাসে
মুক্তির আনন্দে কৃষাণের হবে কি ভোর।

কবে যে জোচনার মতো সাজাবো পৃথিবী
পুঞ্জ পুঞ্জ অমাবস্যা থেকে করবো উজ্জল।
মরণ শাসানো করতল দিবারাত্রি থেকে
কবে যে হবে পৃথিবীটা স্বর্ণছটায় উচ্ছল।

Previous articleমাহমুদা শিরীনের কবিতা কথা ছিলো ।
Next articleহেফাজতের সঙ্গে আমাদের কোন চুক্তির প্রশ্নই ওঠে না: প্রধানমন্ত্রী