Home বিভাগীয় সংবাদ কয়েস লোদী ও এড. জুবায়েরর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

কয়েস লোদী ও এড. জুবায়েরর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

396
0

নিজস্ব প্রতিবেদক: সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ও সিলেট মহানগর জামায়াতের আমীর এ্যডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার সকালে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মফিজুর রহমান ভূইয়া এই গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
সূত্র মতে, সোমবার মহানগর দায়রা জজ আদালতে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় হাজিরা দেয়ার কথা ছিলো বিএনপি নেতা ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী এবং জামায়াত নেতা এ্যডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের। মামলা নং- ১৭। কিন্তু তারা নির্দিষ্ট সময়ে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে এই গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।
তবে এসএমপির সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জানান, এখন পর্যন্ত তার কাছে কোন গ্রেফতারী পরোয়ানা পৌঁছেনি। তবে বিকেল নাগাদ পৌঁছতে পারে।

Previous articleসমাবেশের অনুমতি না পেয়ে বিক্ষোভের কর্মসূচি বিএনপির
Next articleবগুড়ায় বিল থেকে ৪ জনের গলাকাটা লাশ উদ্ধার